আগের দিন বাবার লাশ দাফন করে পর দিন সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে এসেছিল ছেলেটি।
আজ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা গেল, ছোটখাটো গড়নের সেই ছেলেটি জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। ছেলেটির নাম আমীরুল ইসলাম।
সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এলাকাবাসী জানায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের পরিবার কল্যাণ পরিদর্শক খোরশেদ আলম পরীক্ষা শুরু হওয়ার আগের দিন গত ২ ফেব্রুয়ারি তার একমাত্র পুত্র সন্তান আমীরুল ইসলামকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসন (সিট) খুঁজতে আসেন।
ওই সময় স্কুলে প্রবেশের সময় বিদ্যালয়ের তোরণটি আকস্মিকভাবে খোরশেদ মিয়ার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এরপর বাবার লাশ দাফন করে পর দিন এসএসসি পরীক্ষায় অংশ নেয় আমীরুল।
সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, ‘বাবার মৃত্যুর এমন শোক নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেও বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে আমীরুল প্রমাণ করেছে সে সত্যিই অদম্য মেধাবী।
তার এমন ফলাফলে শিক্ষক শিক্ষার্থীসহ গোটা এলাকাবাসী এখন খুশি।’
আমীরুল ইসলাম এ প্রতিনিধিকে জানায়, ‘বাবার এমন অপ্রত্যাশিত আকস্মিক মৃত্যুর পর আমি মনোবল হারাইনি। আমার শিক্ষক মন্ডলি ও বোনদের (চার বোন) কল্যাণেই আজ আমি রেজাল্ট এতটা ভালো করতে পেরেছি।’
আমীরুল জানায়, সবার সহযোগিতা ও দোয়া পেলে ভবিষ্যতে আমি ডাক্তার হয়ে এলাকার অবহেলিত গরিবদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করব।’
নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুম কালের কণ্ঠকে বলেন, ‘আমীরুল ডাক্তার হতে গিয়ে যদি সে উপজেলা প্রশাসনের কাছে কোনো ধরনের সহযোগিতা চায়, আমরা অবশ্যই তার পাশে থাকব।;
সূত্র/ কালের কন্ঠ
- ইজারার চলতি ও ইজারার অচলতি পার্থক্য । ইজারার চলতি vs ইজারার অচলতি পার্থক্য
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion