বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে চার পদে পাঁচজনকে চুক্তি ভিত্তিতে ও অস্থায়ীভাবে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২
যোগ্যতা: যেকোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন হতে হবে। দেশীয় অথবা বিদেশি শিপইয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক - পদের নাম: গাড়িচালক (ভারী)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী
- পদের নাম: উচ্চমান হিসাব করণিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতক পাস
চাকরির ধরন: অস্থায়ী - পদের নাম: নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ প্রতি মিনিটে ৩৫ ও ২৫ শব্দ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি থাকতে হবে।
চাকরির ধরন: অস্থায়ীবয়সসীমা: সব পদের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন: সব পদের বেতন প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী আলোচনা করে নির্ধারণ করা হবে। কর্মদক্ষতা সন্তোষজন হলে চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের খুলনা শিপইয়ার্ডের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইটে।
আবেদন ফি
উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য ৩০০ টাকা এবং বাকি পদগুলোর জন্য ২০০ টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।
আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারি ২০২২।
আবেদন যেভাবে
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- palli bidyut samiti job circular 2022, palli bidyut samiti job apply, job circular 2022 published in palli bidyut samiti, circular 2022 published in palli bidyut samiti, new job posts palli bidyut samiti
- পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২, জব বিজ্ঞপ্তি ২০২২ পল্লী বিদ্যুৎ সমিতিতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২, এইমাত্র পাওয়া চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পল্লী বিদ্যুৎ সমিতিতে
- bangladesh judicial service commission job circular 2022, bangladesh judicial service commission job apply, job circular 2022 published in bangladesh judicial service commission